You dont have javascript enabled! Please enable it!

৭ ডিসেম্বর ১৯৭১ঃ পাক ভারতের সাহায্যে রেডক্রস

আইসিআরসি ভারত ও পাকিস্তানকে সাহায্যের প্রস্তাব দিয়েছে। দেশ দুটি অনুমতি দিলে তারা রিলিফ অপারেশনে নামবে। তারা উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ে এ বিষয়ে পত্র দিয়েছে। দেশ দুটি যেহেতু জেনেভা কনভেনশনের সাক্ষরদাতা দেশ সেহেতু যুদ্ধাহত ও বেসামরিক নাগরিকদের রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। রেডক্রস নাইজেরিয়া এবং জর্ডানে বড় ধরনের ত্রান কার্যক্রমে অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে। ১১৫ টি সদস্য দেশের প্রচেষ্টায় তারা ত্রান কার্যক্রমে সফলতা লাভ করবে বলে তারা বিশ্বাস করেন। জর্ডানের মত এখানেও তারা ২০০ জনের মত চিকিৎসক পাঠাতে আগ্রহী। তা ছাড়া ঘূর্ণিঝড় ভিত্তিক আগে অনেক ত্রান জমা আছে সে গুলি তারা কাজে লাগাতে চান।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!