You dont have javascript enabled! Please enable it! 1971.12.06 | যুদ্ধ - আখাউড়া ফ্রন্ট - সংগ্রামের নোটবুক

৬ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ – আখাউড়া ফ্রন্ট

৩-৫ ডিসেম্বর তুমুল যুদ্ধের পর ৬ ডিসেম্বর আখাউড়া সম্পূর্ণভাবে শত্রু মুক্ত হয়। পরে আখাউড়া ডাকঘরের সামনে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করেন মুক্তি যুদ্ধকালীন আঞ্চলিক প্রশাসক জহুর আহাম্মদ চৌধুরী। আখাউরার দক্ষিনে গঙ্গাসাগরে ৩ তারিখের তুমুল যুদ্ধে গঙ্গাসাগর মুক্ত হওয়ার পর ৪ তারিখে মিত্রবাহিনী আখাউরার উত্তর পশ্চিমে অবস্থান নিলে আখাউরার পতন কাছাকাছি চলে আসে। ৩ তারিখ গঙ্গাসাগরের যুদ্ধে নিহত আলবার্ট এক্কা এই ফ্রন্টে ভারতের একমাত্র পরম বীর চক্র (বীর শ্রেষ্ঠ) উপাধি পাওয়া সেনা। তিনি ১৪ গার্ডের সেনা ছিলেন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সরকারের মুখপাত্র বলেছেন এদিনে আখাউরাতেই ৩০০ ভারতীয় সৈন্য নিহত হয়েছে। আখাউরা যুদ্ধে ভারতীয় ১০ বিহার প্রায় ধ্বংস হয়ে যায় এ ব্যাটেলিয়নের ৫২ জন আখাউরায় নিহত হয়।