৬ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ ও বিবিধ
চাদপুর থেকে আসার পথে মেজর জেনারেল রহিম লাকসামের মুদাফফরগঞ্জে ভারতীয় বাহিনীর মর্টার ও ছোট অস্রের গোলাগুলির মধ্যে পড়েন।পরে তিনি চাদপুরে ফিরে যান। তখনও তার ফেনী থেকে ফিরে আসা ব্রিগেড লাকসামে আর আগে থেকেই ময়নামতিতে আছে আরেক ব্রিগেড। যেহেতু তিনি গোলাগুলির মধ্যে পড়েছিলেন তিনি বুঝে গিয়েছিলেন লাকসামের পতনও আসন্ন।
মৌলভীবাজার
রাতে দুয়ারাছরা চা বাগান দখলের পর মিত্র বাহিনী শেরপুর সাদিপুর দখলের জন্য এগুতে থাকে পথে তাদের সামনে মৌলভীবাজারে একত্রিত হওয়া ৩১ পাঞ্জাব।
জগ জীবন রাম
ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগ জীবন রাম লোকসভায় বলেছেন তার নৌবাহিনী পূর্ব পাকিস্তানকে সমুদ্র পথে পশ্চিম পাকিস্তানকে বিচ্ছিন্ন করে ফেলেছে। স্থল যুদ্ধে তার বাহিনী পাকবাহিনীকে সকল স্থানেই অবরুদ্ধ করে রেখেছে। লোকসভায় বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার অধিবেশনে স্বীকৃতি ঘোষণার পর একথা বলেন। স্বীকৃতির পর আনন্দ উৎসব করার জন্য অধিবেশন সামান্য বিঘ্নিত হয়।