৬ ডিসেম্বর ১৯৭১ঃ বিদেশী রাষ্ট্র
আলজেরিয়ার প্রেসিডেন্ট বুমেদিন হাঙ্গেরীয় প্রেসিডেন্টের সন্মানে আয়োজিত ভোজসভায় বলেছেন জনগনের ঐক্য এবং জাতীয় সংহতির প্রতি সন্মান প্রদর্শনের প্রেক্ষিতেই পাক ভারত সমস্যার আসল সমাধান নিহিত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনে অনুমতি দেয়া হবে। সুইস পররাষ্ট্র দপ্তরের এক ঘোষণায় বলা হয়েছে সুইজারল্যান্ড দুই দেশেই পাক ভারত স্বার্থ দেখাশুনা করবে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডগলাস হিউম হাউজ অব কমন্স এ বলেছেন ব্রিটিশ সরকারের উচিত হবে পাক ভারত যুদ্ধ বন্ধ করা। ক্ষতিগ্রস্ত জনগনের ইচ্ছা অনুসারে যাতে একটা সন্মান জনক সমাধানে পৌছতে পারে ব্রিটেনের সে চেষ্টা করা উচিত। জাতিসংঘে এ সমস্যার সমাধানে বিভিন্ন প্রস্তাব গ্রহনের প্রচেষ্টা সম্পর্কে তিনি বলেন যে প্রস্তাবে ভেটো দেয়ার সম্ভাবনা আছে তা উত্থাপনে কোন লাভ নেই। ব্রিটিশ প্রধান মন্ত্রী হিথ এক চ্যারিটি কর্মসূচী উদ্বোধন কালে বলেন ভারতীয় উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য তার দেশ সাধ্যমত চেষ্টা চালাবে। পরে তিনি পাকভারত সংক্রান্ত এক মন্ত্রিসভা বৈঠকে যোগ দেন।