০৫ ডিসেম্বর ১৯৭১ঃ জাতিসংঘে পাকিস্তান ভারত যুদ্ধ প্রসঙ্গে চীন
চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই ব্রিটিশ লেখক ও সাংবাদিক নেভিল মেক্সওয়েল কে দেয়া এক সাক্ষাতকারে বলেন একবার পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে তার উত্তেজনা থামানো বেশ কষ্টকর হবে। তিনি ভারতীয় হামলা ঠেকাতে পাকিস্তানকে সর্বাত্মক সহায়তাদানের অঙ্গীকার ব্যক্ত করেন। যদি ভারত উদ্ধতের পরিচয় দেয় তবে তার পরিনাম সে নিজের তৈরি ফলেরই তিক্ত স্বাদ গ্রহন করবে। তার সাক্ষাৎকারটি ৪ তারিখ সানডে টাইমস এ প্রকাশিত হয়।
জাতিসংঘে উত্থাপিত যুদ্ধ বন্ধের একতরফা দাবি সম্বলিত মার্কিন প্রস্তাবে চীনা প্রতিনিধি মিঃ হুয়াং হুয়া নিরাপত্তা পরিষদে পাকিস্তানের উপর ভারতীয় হামলার তীব্র নিন্দা করে বলেন পূর্ব পাকিস্তান সমস্যা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার এ ব্যাপারে কার হস্তক্ষেপ করার অধিকার নেই। চীনা প্রতিনিধি পাকিস্তান থেকে অবিলম্বে বিনাশর্তে ভারতীয় সৈন্য প্রত্যাহারের দাবি জানান। চীনের সরকারী মুখপাত্র পিপলস ডেইলি পাকিস্তানের উপর ভারতের আগ্রাসনের উপর ভারতের নিন্দা করে বিশাল নিবন্ধ ছাপায়। সকল নিবন্ধ রেডিও বিশ্লেষণ একই ভাষায় বর্ণিত (গতকালের পোস্ট দেখুন) বাড়তি যা বলেছে তা হল ভারত বলেছে শরণার্থীরা বাংলাদেশে ফফিরে যাওয়ার পর ভারত পূর্ব পাকিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করবে। এ উক্তির সমালোচনা করে তারা কঠোর কিছু মন্তব্য করে। তারা ইতিপূর্বে তিব্বতীয় শরণার্থী দিয়ে একইরুপ আচরণ করেছিল কিন্তু তারা এগুতে পারেনি। শান্তির শুভেচ্ছা স্বরূপ পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের সৈন্য প্রত্যাহার নিয়েও পত্রিকাটি বিরূপ মন্তব্য করে।