You dont have javascript enabled! Please enable it!

৫ ডিসেম্বর ১৯৭১ঃ যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ভারতীয় উপমহাদেশে ক্রমবর্ধমান অবনতিশীল পরিস্থিতির জন্য ভারতকে দোষারোপ করেছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র ভারতে তার সকল প্রকার অর্থনৈতিক সাহায্য বন্ধের বিষয় বিবেচনা করছে। তিনি বলেন বিষয়টি এখন নিরাপত্তা পরিষদে বিবেচনার জন্য প্রেরন করা হয়েছে তারা সেখানে সংঘর্ষের রাজনৈতিক সমাধান করার প্রচেষ্টা নিবেন। অপর মুখপাত্র রোনালড জিগ্লার উভয় দেশের মধ্যে একটি যুদ্ধ বিরতি আশা করছেন। জিগ্লারের মন্তব্য ছিল আন অফিসিয়াল তাই তিনি তার নাম প্রকাশ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেছিলেন। মুখপাত্র বলেন পাক ভারত পরিস্থিতি নিয়ে সময় সময় প্রেসিডেন্টকে অবহিত করা হচ্ছে। প্রেসিডেন্ট সকালে জরুরী পরিস্থিতি সংক্রান্ত ওয়াশিংটন বিশেষ গ্রুপের চেয়ারম্যান কিসিঞ্জারের সাথে কথা বলেছেন।

এ গ্রুপের আলোচনার ফলাফলের নিমিত্তেই পাক ভারত সমস্যা জাতিসংঘে তোলা হয়। পাক ভারত যুদ্ধ নিয়ে নিক্সন, কিসিঞ্জার, রজার্স বা সিসকো এখনও মুখ খোলেননি। রজার্স এদিন সাংবাদিক সম্মেলন করলেও পাক ভারত নিয়ে টু শব্দও উচ্চারন করেন নি। তার সম্মেলনে তিনি ইউরোপীয় নিরাপত্তা সম্মেলন নিয়েই কথা বলেছেন। ভারতের পররাষ্ট্র সচিব টিএন কাউল মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিংকে তার দপ্তরে তলব করেন এবং নিরাপত্তা পরিষদে মার্কিন ভুমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন জাতিসংঘে চীনের ভুমিকা নিয়ে নতুন কিছু বলার নাই তিনি উল্লেখ করেন ভারতের কোন পাকিস্তানী ভূখণ্ড দখলের ইচ্ছা নেই।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!