You dont have javascript enabled! Please enable it! 1971.12.05 | পশ্চিম পাকিস্তান নেতৃবৃন্দ ও সরকার - সংগ্রামের নোটবুক

৫ ডিসেম্বর ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তান নেতৃবৃন্দ ও সরকার

জামাতে ইসলামীর আমীর মওলানা মওদুদি পূর্ব ও পশ্চিম পাকিস্তানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হস্তক্ষেপ করার জন্য ২১ টি মুসলিম দেশের রাষ্ট্র প্রধানের কাছে আবেদন জানিয়েছেন। টেলিগ্রামে তিনি কতক বৃহৎ শক্তিকে ভারতকে নিবৃত্ত করতে নিষ্ক্রিয়তার অভিযোগ করেন। মওদুদি রাশিয়া, ইসরাইল এবং ইহুদিবাদিদেরকে ভারতের পক্ষ নেয়ার জন্যও অভিযুক্ত করেন। তিনি বলেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে ২২ নভেম্বর সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে কিন্তু পাকিস্তান যুদ্ধ এড়িয়ে যেতে চেয়েছিল এবং শান্তির জন্য আন্তজার্তিক হস্তক্ষেপের আশা করছিল। কিন্তু তারা এখন নির্লজ্জ ভাবে পশ্চিম পাকিস্তানেও আক্রমন করেছে। তিনি মুসলিম দেশ গুলোকে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়ার আহবান জানান। জামাতের ভারপ্রাপ্ত আমির মিয়া তফায়েল টেলিগ্রামের কপি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, সেনা প্রধান আব্দুল হামিদ, নৌ বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান বরাবর প্রেরন করেন।

ইউসিপি সভাপতি নুরুল আমীন এবং পিপিপি সভাপতি জুলফিকার আলী ভূট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে জাতীয় সরকার গঠন বিষয়ে আলোচনা হয়। পাকিস্তান সরকারের সাথে দিল্লিস্থ পাকিস্তান হাই কমিশনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাকিস্তান ভারতের দূতাবাসকে তার দেশের সাথে যোগাযোগের টেলিফোন সুবিধা বজায় রেখেছে কিন্তু ভারত ৩ দিন আগে থেকে পাকিস্তানকে সে সুযোগ থেকে বঞ্চিত করে আসছে। পাকিস্তান সরকারের একজন মুখপাত্র বলেছেন নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি সম্পর্কিত মার্কিন প্রস্তাবে সোভিয়েত ইউনিয়নের ভেটো দানের উপর সরকারের একটি বিবৃতি প্রকাশ করা হবে।