০৪ ডিসেম্বর, ১৯৭১ঃ ইয়াহিয়া খানের বেতার ভাষণ
https://www.youtube.com/watch?v=z1ZoV3nZspg
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুপুরে জাতির উদ্দেশে এক বেতার ভাষণে ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে বলেন, আমরা অনেক সহ্য করেছি। এখন শত্রুর প্রতি চরম ধ্বংসাত্মক হানার সময় এসেছে। আমাদের সেনাবাহিনী শত্রুকে কেবল আমাদের ভূখন্ড থেকেই বিতাড়িত করবে না, শত্রুর ভূখন্ডে গিয়ে তাদের নির্মূল করবে। তিনি সেনাবাহিনীর প্রতি প্রতিপক্ষকে চরম আঘাত হানা এবং সীমান্ত অতিক্রম করার নির্দেশ দেন। তিনি জনগণকে শান্ত থেকে প্রতিরক্ষার ব্যাপারে নিজ নিজ কর্তব্য করে যাবার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন ‘আল্লাহু আকবার’ বলে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার সময় এসেছে। ইয়াহিয়া খান বলেন ১২ কোটি মুজাহিদের উপর সর্বশক্তিমান আল্লার রহমত ও সমর্থন রয়েছে এবং তাদের অন্তর নবী করীমের ভালবাসায় পরিপূর্ণ। তিনি বলেন শত্রুরা আমাদের প্রতি আরও একবার চ্যালেঞ্জ প্রদান করেছে। তিনি জাতির প্রতি ঐক্যবদ্ধ ভাবে শত্রুর বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন পাকিস্তানের পক্ষে সত্য ও ন্যায় আছে শত্রুকে জানিয়ে দেয়া উচিত প্রতিটি পাকিস্তানী প্রিয় আবাস ভুমির রক্ষার ব্যাপারে পুরোপুরি প্রস্তুত। আমাদের নির্ভীক সশস্র বাহিনী অসীম সাহসিকতার সাথে শত্রুর অগ্রাভিজানকে রোধ করে দিয়েছে।
ইয়াহিয়া বলেন যুদ্ধ অস্র ও সৈন্য সংখ্যার উপর নির্ভর করে না। ইমানের শক্তি উচ্চ আদর্শ সর্বশক্তিমানের সাহায্যের উপর নির্ভরশীল। পাকিস্তানের সিংহ তেজী জওয়ানেরা ১৯৬৫ সালে শত্রুকে যেভাবে পরাজিত করেছিল ইনশাল্লাহ এবার তার চেয়েও বড় আঘাত হানবে। তিনি আশা করেন পাকিস্তানের বন্ধুরা ভারতের হামলার নিন্দা করবে এবং পাকিস্তানকে সাহায্য করবে। দুতাবাস সমুহের সাথে সংযোগ বিচ্ছিন্ন পাকিস্তানে ভারতের দুতাবাস এবং ভারতে পাকিস্তান দুতাবাসের সাথে স্বীয় দেশ সমুহের সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান ব্রিটেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দুতদের কাছে তার দেশের উপর পাকিস্তানের আক্রমন সম্পর্কে অবহিত করা হয়েছে। বিভিন্ন দেশে ভারতীয় দুতাবাস সমুহকে পাকিস্তানের হামলা সম্পর্কে সে সকল দেশকে অবহিত করতে বার্তা দেয়া হয়েছে। ভারতে পাকিস্তান দুতাবাসের খোজ খবর নেয়ার জন্য পাকিস্তান বিদেশী দুতাবাসের শরণাপন্ন হচ্ছে।