৪ ডিসেম্বর ১৯৭১ঃ বিদেশী রাষ্ট্র বর্গ
ব্রিটেন
ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এর একজন মুখপাত্র বলেছেন সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ায় ব্রিটিশ সরকার এবং হিথ স্বয়ং উভয় দেশের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন।
যুগোস্লাভিয়া
যুগোস্লাভ প্রেসিডেন্ট জোসেফ ব্রজ টিটো ভারত ও পাকিস্তানের কাছে জরুরী তারবার্তায় শান্তিপূর্ণ উপায়ে উভয় দেশের সমস্যা মিটিয়ে ফেলার জন্য অনুরোধ করেছেন।
যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স পাক ভারত যুদ্ধের কারনে তার আইসল্যান্ড সফর স্থগিত করেছেন। তিনি উপমহাদেশের অবনতিশীল পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছেন। তিনি বলে তার দেশ নয়াদিল্লীকে সব রকম সামরিক সাহায্যদান স্থগিত রেখেছেন। এ সকল সাহায্য কার্যক্রমের মধ্যে টেলিকমুনিকেশন যন্ত্রপাতি উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্র আগে পাকিস্তানের কাছে নতুন করে অস্র সরবরাহ বন্ধ ঘোষণা করেছিল।
জাতিসংঘ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র সহ ৮টি সদস্য রাষ্ট্র পাক ভারত যুদ্ধ নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠক ডাকার আহবান জানিয়েছে। এ সংক্রান্ত অনুরোধ পত্র ৮ দেশের স্বাক্ষরে মার্কিন দুত জর্জ বুশ নিরাপত্তা পরিষদের সভাপতি সিয়েরা লিওনের টেইলর কামারাকে দেয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স বলেছেন তার দেশ নিরাপত্তা পরিষদের অধিবেশন আহবানের অনুরোধ জানিয়েছেন। রজার্স বলেছেন এ ব্যাপারে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে কোন আলোচনা করেনি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জোসেফ সিসকো পাক ভারত দুই দেশের রাষ্ট্রদুতদের ডেকে তার দেশের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জাতিসংঘ সুত্রে জানা গেছে ইতিমধ্যে বৈঠক ডাকা হয়েছে আজ ৪ ডিসেম্বর রাত্রেই (গ্রিনিচ সময় দুপুর ২ টায়) অধিবেশন শুরু হচ্ছে।
রাতে নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতি সিয়েরা লিওনের কামারা জানান বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বহির্ভূত যে কোন দেশ আলোচনায় অংশ নিতে পারবে ভোটের অধিকার ছাড়া। সভায় ভারতের প্রতিনিধি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন বাংলাদেশের সমস্যার গভীরতা, বাস্তব অবস্থা যাচাইয়ে এ সভা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলকে বলার সুযোগ প্রার্থনা করেন। পাকিস্তান প্রতিনিধি ভারতের নিন্দা করে বলেন তথাকথিত বাংলাদেশ কলকাতায় বসে সব কিছু করে যাচ্ছে বাস্তবে তাদের কোন অস্তিত্ব নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অধিবেশনের ব্যাপারে আশা প্রকাশ করে বলেন পরিষদ একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করতে পারবে বলে তিনি আশাবাদী