০৩ ডিসেম্বর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ
শিক্ষামন্ত্রী আব্বাস আলী খান
শিক্ষামন্ত্রী আব্বাস আলী খান রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রের আঞ্চলিক পরিচালক তাকে স্বাগত জানান এবং কেন্দ্র ঘুরে ঘুরে দেখান। তিনি তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন।
শ্রম মন্ত্রী এএসএম সোলায়মান
শ্রম মন্ত্রী এএসএম সোলায়মান ঢাকা জেলা পরিষদ মিলনায়তনে ধাকার অফিসারদের সাথে এক সভায় মিলিত হন। সভায় তিনি হিন্দু রাষ্ট্র থেকে পাকিস্তান সৃষ্টিতে শেরে বাংলার অবদান স্মরন করেন।
একেএম ইউসুফ
রাজস্ব মন্ত্রী একেএম ইউসুফ ভুমি রেকর্ড ও জরীপ অধিদপ্তরে সরকারী কর্মকর্তাদের সাথে এক সভায় বলেন ভারতবর্ষে হিন্দুরা মুসলমানদের সবসময় দমিয়ে রাখত। তাদের প্রাধান্য বিস্তারে মুসলমানেরা ছিল অসহায় তাই মুসলমানদের স্বার্থ রক্ষায় পাকিস্তানের সৃষ্টি হয়েছিল। ভারত কোন সময়েই ভারতের ভাল চায়নি। তাই তারা পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র করছে।