You dont have javascript enabled! Please enable it!

৩ ডিসেম্বর ১৯৭১ঃ যুক্তরাষ্ট্রের ডব্লিউএসএজি বৈঠক

সভায় সিআইএ ভারত পূর্ব পাকিস্তানের যে সকল এলাকা দখল করেছে তা দেখানো হয়। সভার শুরুতে প্রেসিডেন্ট দুটি ঋণ চুক্তি স্থগিত রাখার আদেশ দেন। নিরাপত্তা পরিষদের সভা আহবানের বিষয়ে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ রাজার সাথে বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৫৯ সালে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের গোপন চুক্তির বিষয়ে উপদেষ্টা কিসিঞ্জার ব্যাখ্যা চান। সভায় কিসিঞ্জার বলেন প্রতি আধা ঘণ্টায় একবার আমি প্রেসিডেন্ট এর ধমক খাচ্ছি কেন আমরা ভারতের ব্যাপারে কঠোর হচ্ছিনা। আবার আমাকে তিনি ডেকেছেন। আমরা তার ইচ্ছাই যে পালন করছি তা বুঝাতে পারছি না। তিনি পাকিস্তানের পক্ষে আর তিনি আমাদের মনে করেন আমরা তার বিপক্ষে। হেমস বলেন পশ্চিমের রিপোর্টে গোঁজামিল আছে পূর্বে তারা বলছে সাত জায়গায় যুদ্ধ হচ্ছে কিন্তু আমরা জানি সারা সীমান্ত জুড়েই যুদ্ধ হচ্ছে। কিসিঞ্জার প্রশ্ন করেন ভারত কি পাকিস্তানী ভূখণ্ড দখল করেছে। হেমস বলেন ছোট ছোট এলাকা দখল করেছে। সিসকো মানচিত্রে তা দেখাতে বলেন। মুরার পাকিস্তানীরা ভারতের তিনটি দুর্বল বিমান ঘাটি আক্রমন করেছে।

হেমস আজ দেড় ঘটিকায় ইন্দিরা গান্ধির সভায় তিনি বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারেন। মুরার বলেন পাকিস্তানের আক্রমন বিশ্বাস যোগ্য মনে হয়না। কিসিঞ্জার বলেন আমার মনে হয় ভারত আগে হামলা করেছে পাকিস্তান তার জবাব দিয়েছে। আরুইন বলেন পররাষ্ট্রমন্ত্রী রজারস পাক রাষ্ট্রদূত কে ডেকেছেন তিনি চান জাতিসংঘে বিষয়টি আলোচনা হোক। কিসিঞ্জার জাতিসংঘে এর বিহিত না হলে জাতিসংঘ অকার্যকর প্রমানিত হবে মধ্যপ্রাচ্য এ তারা অকার্যকর প্রমান হয়েছে। কিসিঞ্জার বলেন নিরাপত্তা পরিষদে বুশের তৈরি ভাষণ নিরপেক্ষ আছে। সিসকো আমরা বুশের ভাষণ আরও আপডেট করব। কিসিঞ্জার বলেন সেখানে আমরা রাজনৈতিক সমাধানের পক্ষেই বলব কিন্তু পরিষদ যুদ্ধবিরতি কার্যকর করাবে। সিস কো বলেন কোসিগিন বা ইন্দিরা গান্ধী কারো কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না। কিসিঞ্জার বলেন ভারতের প্রতিটি পদক্ষেপ পাকিস্তানের সাথে মিলাতে গেলে পাকিস্তানের সাথে আমাদের ঝুকে থাকা কঠিন হবে। আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করলে প্রেসিডেন্ট এর একটা সিদ্ধান্ত পাওয়া যাবে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!