You dont have javascript enabled! Please enable it! 1971.06.06 | পূর্ববঙ্গের শরণার্থী শিবিরে ভয়াবহ কলেরার আক্রমণ | গণসংহতি - সংগ্রামের নোটবুক

পূর্ববঙ্গের শরণার্থী শিবিরে ভয়াবহ কলেরার আক্রমণ

আগরতলা, ৫ জুন পূর্ববঙ্গের শরণার্থী শিবিরগুলােতে কলেরা মহামারী রূপে ছড়িয়ে পড়েছে। মাত্র ক’দিনের মধ্যেই বিভিন্ন শিবিরে পাঁচ হাজার শরণার্থী প্রাণ হারিয়েছে বলে সরকারি ভাষ্যে বলা হয়েছে।
ত্রিপুরায়ও বিভিন্ন শিবিরে এই মারাত্মক রােগ দেখা দিয়েছে। তবে মহামারী আকারে নয়। কিন্তু বেশ কিছু সংখ্যক শরণার্থী এ রােগে মারা গেছে। রাজ্য কেন্দ্রীয় সরকার রােগ প্রতিরােধে সর্বশক্তি নিয়ে এগিয়ে এসেছেন।
জরুরি আবেদনে সাড়া দিয়ে অস্ট্রেলিয়া ও মার্কিন সরকার দুটি বৃহদাকার মেডিকেল বিমান পূর্ব বঙ্গের উদ্দেশে যাত্রা করেছেন। এছাড়া পূর্ববঙ্গ থেকে শরণার্থী অন্যত্র সরিয়ে নেবার জন্য মার্কিন সরকার ও রুশ গভর্নমেন্ট চারটি করে আটটি অতিকায় যাত্রীবাহী বিমানও ভারতে প্রেরণের কথা ঘােষণা করেছে।

সূত্র: গণসংহতি
০৬ জুন, ১৯৭১
২২ জ্যৈষ্ঠ, ১৩৭৮