You dont have javascript enabled! Please enable it! 1971.12.02 | মার্কিন সিনেটর উইলিয়াম স্যাক্সবি বলেন শেখ মুজিবের কাছে নির্দিষ্ট কোন প্রস্তাব দেয়ার কিছু ছিল না তিনি জীবিত কিনা তা তিনি দেখিতে চান - সংগ্রামের নোটবুক

২ ডিসেম্বর ১৯৭১ঃ মার্কিন যুক্তরাষ্ট্র

ফারল্যান্ড – আমিন, ফারল্যান্ড – ইয়াহিয়া সাক্ষাৎ
পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারলেনড এবং সফররত মার্কিন সিনেটর সেক্সবে সংযুক্ত কোয়ালিশন নেতা নুরুল আমীনের সাথে সাক্ষাত করেছেন। সাক্ষাতের বিসয়বস্তু প্রকাশ না হলেও আলোচনায় পাক ভারত সমস্যা ও নতুন সরকার গঠন বিষয়ে আলোচনা হয়। এর আগে দুজন ইয়াহিয়ার সাথে আলোচনা বৈঠকে বসেন।
মার্কিন সিনেটর উইলিয়াম স্যাক্সবি

সিনেটর উইলিয়াম স্যাক্সবি
মার্কিন সিনেটর উইলিয়াম স্যাক্সবি রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সাথে আলোচনাকালে বলেন, তিনি বেআইনী ঘোষিত আওয়ামীলীগ নেতা শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন,কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় তা পারেননি। তিনি বলেন শেখ মুজিবের কাছে নির্দিষ্ট কোন প্রস্তাব দেয়ার কিছু ছিল না তিনি জীবিত কিনা তা তিনি দেখিতে চান একথাই আমি ইয়াহিয়াকে বলেছিলাম। ইয়াহিয়া জবাবে তাকে বলেছেন শেখ এর স্বাস্থ্য ভাল আছে। তাকে বলেছিলাম ভারতে জোর গুজব শেখ মুজিবের মস্তিস্ক শুদ্ধি করা হচ্ছে। সেক্সবি বলেন অনুমতি পরে পাওয়া গেলে তিনি এখানে আবার আসবেন। তিনি বলেন ভারত সফরকালে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে তাঁর আলোচনাকালে শেখ মুজিবুর রহমান প্রসঙ্গ নিয়ে কথাবার্তা হয়।