You dont have javascript enabled! Please enable it! 1971.12.02 | কেন্দ্রীয় পিপিপি’র বৈঠক ও জনসভায় ভুট্টোর হুমকি - সংগ্রামের নোটবুক

০২ ডিসেম্বর ১৯৭১ কেন্দ্রীয় পিপিপি’র বৈঠক ও জনসভায় ভুট্টোর হুমকি

পেশোয়ারে ভুট্টোর সভাপতিত্বে কেন্দ্রীয় পিপিপি’র ৬ ঘণ্টা ব্যাপী ২ টি অধিবেশনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সত্যিকার প্রতিনিধিদের হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের দাবি জানানো হয়। এতে সত্যিকার ক্ষমতাপ্রাপ্তব্যদের হাতে ক্ষমতা হস্তান্তর করলে পাকিস্তানের অখণ্ডতা বজায় থাকবে। বৈঠকে ভারতীয় আক্রমনে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভার আরেক প্রস্তাবে বলা হয় ভারতীয় বাহিনী পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করছে এবং পাকিস্তানের উপর যুদ্ধের কালো মেঘ জমে উঠছে। সমগ্র জাতি এক সঙ্কট ময় পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এ পরিস্থিতিতে আমরা জনগনের প্রতিনিধিরা যে কোন ফ্রন্টে কাজ করতে রাজী আছি। সভায় পরাজিত নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তর এর প্রচেষ্টার বিরুদ্ধে হুশিয়ার উচ্চারন করে বলা হয় এরুপ সিদ্ধান্ত ভারতের কাছে আত্মসমর্পণের শামিল হবে। আর এরুপ হলে ২য় বা চূড়ান্ত তাসখন্দ চুক্তির পথ সৃষ্টি করবে। ক্ষমতা হস্তান্তরের বিলম্ব হওয়ায় পাকিস্তান মারাত্মক ভাবে ক্ষতি হয়েছে। এতে মূল্যবান সময় নষ্ট হয়েছে। তিক্ততা ও অবিশ্বাস বেড়েছে।

সভায় বলা হয় গত মার্চে পরিস্থিতি সম্পর্কে হুঁশিয়ার করে বলা হয়েছিল বছর শেষে পাকিস্তান পরিস্থিতি এমন এক যায়গায় পৌঁছুবে যা থেকে ফেরার পথ থাকবে না এখন সেই ডিসেম্বর মাস চলছে। জনগণই বিচার করবে আমরা ঠিক বলেছিলাম কিনা? ভারত গেরিলাদের প্রশিক্ষন দিচ্ছে, অস্র দিচ্ছে সর্বশেষ তারা পাকিস্তানের বিরুদ্ধে হামলা শুরু করে দিয়েছে। ভারত আমাদের পবিত্র ভুমিও দখল করে নিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী ঘৃণা ভরে আমাদের সামরিক নেতাদের সাথে কথা বলচতে অস্বীকৃতি জানিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী পাকিস্তানকে এমন অবস্থায় ফেলেছেন যে তিনি আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে শর্ত আরোপ করতে পারেন। আমরা ইতিমধ্যেই ভারতের কলোনিতে পরিনত হয়ে গেছি। একটি বেসামরিক সরকারই পারে এসব সমস্যা থেকে দেশকে উদ্ধার করতে। ভুট্টো পিপিপি’র কোয়ালিশনে যোগ দেবার গুজবকে সম্পূর্ণরূ পে প্রত্যাখ্যান করেন। তিনি মানকি শরীফে নসরুল্লাহ খাতকের ভাইয়ের ওয়ালিয়াত অনুষ্ঠানে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ভারতের প্রতি কঠোর ভাষায় হুশিয়ার করে দেন। তিনি ঘোষণা করেন পাকিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানীরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন পাকিস্তান ইতিপূর্বে ভারত কে পরাজিত করেছে। ভারত যদি তার আক্রমণাত্মক কাজ চালিয়ে যায় তবে তাদের এমন সমুচিত জবাব দেয়া হবে যা তারা কোনদিনই ভুলবে না।