০১ ডিসেম্বর ১৯৭১ঃ সংযুক্ত কোয়ালিশন দলভুক্ত নেতৃবৃন্দের ক্রিয়াকলাপ
খাজা খয়ের উদ্দিনের বাসায় সংযুক্ত কোয়ালিশন দলভুক্ত নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় এদিন। বৈঠকে উপস্থিত ছিলেন কাউন্সিল মুসলিম লীগের প্রাদেশিক সভাপতি খাজা খয়ের উদ্দিন, কাইয়ুম লীগের প্রাদেশিক সভাপতি আবদুস সবুর খান, পিডিপি’র শফিকুর রহমান, কনভেনশন লীগের মন্ত্রী আখতার উদ্দিন, জামাতের শীর্ষ নেতা শফিকুল্লাহ, নেজামে ইসলামের সাধারন সম্পাদক মাওলানা আশরাফ আলী। পরে নেতারা পুনরায় সবুর খানের বাসায় মিলিত হয়। বৈঠকে উপ-নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এদিন সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী অধ্যাপক শামসুল হক চট্টগ্রামে শান্তিকমিটির সদস্য, এমএনএ, এমপিএ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়। রাজাকার ও প্রতিরক্ষায় নিয়োজিত লোকদের নিয়ে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সমন্বয় কমিটি গঠন করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৭১ টি আসনে যারা ৭ দলের বাহিরে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নির্বাচন থেকে সড়ে যাওয়ার আহবান জানানো হয়। প্রয়োজনে সমঝোতা করার আহবান জানানো হয়। সরকার আইন সংশোধন করে এখন প্রার্থী পদ প্রত্যাহারের সময় সীমা নির্বাচনের দুদিন আগ পর্যন্ত করেছেন। সবায় খান সবুর বলেন প্রাদেশিক পরিষদ নির্বাচনে ইতিমধ্যে অনেকের প্রার্থী পদ প্রত্যাহারে তারা সক্ষম হয়েছেন।