You dont have javascript enabled! Please enable it!

সামগ্রী সংগ্রহ ও বিতরণ

আগরতলা, ১ জুন গত ১৯ এপ্রিল যে বাংলাদেশ শরণার্থী ত্রাণ মহিলা কমিটি গঠিত হয়; ২৪ মে তারিখে শ্রীমতী ডায়াসের সভা নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত কমিটি এক সভায় কমিটির কাজকর্ম সম্পর্কে বিচার-বিবেচনা করে দেখা হয়। লটারি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অর্থ সংগ্রহ, পপাশাক-পরিচ্ছদ ও শরণার্থীদের একান্ত প্রয়ােজনীয় জিনিসপত্র সংগ্রহ এবং শরণার্থী শিবিরগুলাে পরিদর্শন করার জন্য শ্রীমতী রেণুকা চক্রবর্তী, শ্রীমতী অনুমুখার্জী ও শ্রীমতী বাসনা চক্রবর্তীর সভানেতৃত্বে আগেই তিনটি সাব কমিটি গঠন করা হয়। এ পর্যন্ত মােট ৩৬৮৭ টাকা সংগৃহীত হয়েছে। এর মধ্যে লটারির টিকিট বিক্রয়ের মাধ্যমে তিন হাজার টাকা সংগৃহীত হয়েছে। স্থানীয় তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এই লটারির পুরস্কারগুলাে দান করেছেন। বাকি ৬৮৭ টাকা মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ও শিক্ষিকাবৃন্দ, রানীরবাজার ঐক্য ক্লাব ও অন্যান্যরা দান করেছেন। শরণার্থীদের জন্য বস্ত্রাদি ক্রয় বাবদ ৫১৫ টাকা ব্যয় হয়েছে এবং ৩১৭২ টাকা অবশিষ্ট আছে।
পােশাক-পরিচ্ছদ ও প্রসাধন সামগ্রী দান করার জন্য কমিটি যে আবেদন করেছিলেন ব্যবসায়ী, দোকানদার ও অন্যান্যরা স্বতঃস্ফূর্তভাবে এই আবেদনে সাড়া দেন। ধূতি, শাড়ি, ব্লাউজ, ফ্রক, ছােটদের জামাকাপড়, বিছানার চাদর, সার্ট ইত্যাদি মিলিয়ে ১২০০ সংখ্যক পােশাক পাওয়া গিয়েছে। এগুলাে রানী বিদ্যাপিঠ, বড়দোয়ালী, অরুন্ধতীনগর, রাঙ্গামুড়া, নগ্রাম, নরসিংগড় ও দেবীপুর ক্যাম্পে বিলি করা হয়।

সূত্র: গণসংহতি
০৬ জুন, ১৯৭১
২২ জ্যৈষ্ঠ, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!