১ ডিসেম্বর ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তানী নেতৃবৃন্দ
হাফিজ কারদার
ক্রিকেটার রাজনীতিবিদ ও এমপিএ আব্দুল হাফিজ কারদার লাহোরে এক বিবৃতিতে বলেছেন দেশ বর্তমানে এমন এক পর্যায়ে উপনীত হয়েছে যে পূর্ব পাকিস্তানকে রক্ষার জন্য একটি ২য় ফ্রন্ট খোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি বলেন উক্ত ব্যাবস্থা গ্রহন না করা হলে পূর্বাঞ্চল প্রদেশ থেকে আমাদের এক লাখ জওয়ানকে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়বে। আমাদের নিজেদের ইতিহাস থেকে শিক্ষা লাভ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পূর্ব পাকিস্তান থেকে বিশাল মুসলমানের দেশ ত্যাগ কখনও কাম্য নহে। ভারত পূর্ব পাকিস্তানে হামলা করলে পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে ভারত আক্রমন করবে ইয়াহিয়া খানে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি রক্ষা করবেন এটাই জাতি কামনা করেন। তিনি বলেন বহু শহীদের আত্মত্যাগে গড়া আমাদের মাতৃভূমিকে আমরা ধ্বংস হতে দেব না। পাকিস্তানের প্রতিরক্ষার জন্য আরও ১০ লাখ সৈন্য বৃদ্ধি করার দাবি জানান।