You dont have javascript enabled! Please enable it! 1971.07.04 | টিক্কাখান অর্থনীতির বিন্দুমাত্র বােঝেন না | কালান্তর - সংগ্রামের নোটবুক

টিক্কাখান অর্থনীতির বিন্দুমাত্র বােঝেন না

বটমলি লন্ডন ৩ জুলাই (ইউএনআই) তিন সদস্যবিশিষ্ট ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ও প্রাক্তন কমনওয়েলথ সচিব আর্থার বটমলি ভারত ও পাকিস্তান সফর শেষে আজ বাঙলাদেশের ঘটনাবলীর জন্য লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকেই দায়ী করেছেন। তিনি বলেছেন : “পূর্ব বাঙলার সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলি জেনারেল টিক্কা খান উপলব্ধি করেন নি।”
মিঃ বটমলি শরণার্থীদের জন্য ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের প্রচেষ্টা ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রশংসা করেন। অন্য এক সদস্য রােলাণ্ড প্রেনটিস বলেছেন যে, ঐ সমস্যা সমাধানে সামরিক সমাধান এক মর্মান্তিক ভ্রম।

সূত্র: কালান্তর, ৪.৭.১৯৭১