You dont have javascript enabled! Please enable it!

বগী গণহত্যা

২১ অক্টোবর ৩ কার্তিক বৃহস্পতিবার। বগী বন্দরের কাছে পাকবাহিনীর সঙ্গে সুন্দরবনের মুক্তিযোদ্ধাদের সংঘর্ষ বাধে। সেদিন ছিল রমজানের প্রথম দিন। একটি গানবোট থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলার গাবতলা স্লুইসগেটের কাছে নেমে পাকসেনারা ব্রাশফায়ার করতে করতে বগী গ্রামের দিকে অগ্রসর হয়। এ সময় মাঠে বীজতলার কাজ করছিলেন বগী গ্রামের হিঙ্গুল তালুকদার, আখতার তালুকদার, সোহরাব হোসেন দেলোয়ার হোসেন এবং গ্রাবতলা গ্রামের মন্তাজ মোল্লা। পাকবাহিনীর গুলিতে এঁরা সবাই সেখানেই শহীদ হন। পাকবাহিনীর চলে যাওয়ার পর নুরুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে শহীদের মর্যাদায় লাশগুলো দাফন করা হয়। (সূত্র – বধ্যভূমির গদ্য, স্বরোচিষ সরকারের ‘একাত্তরের বাগেরহাট’)

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!