৩০ নভেম্বর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানী নেতৃবৃন্দ
গোলাম আজম
রাওয়ালপিন্ডিতে জামাতের প্রাদেশিক আমীর গোলাম আজম বলেছেন ২৭ তারিখের জাতীয় পরিষদের অধিবেশনের পূর্বে জাতীয় সরকার গঠনের আবশ্যকতা নেই। এটা সবচে ভাল হয় আগে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেয়া হোক তারা সেখানে আলাপ আলোচনা করেই জাতীয় সরকার গঠন করতে পারবেন। এটা ঠিক নয় যে ইউসিপি গঠন করা হয়েছে কেবল ক্ষমতা নেয়ার জন্য।
নতুন জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান
নতুন জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেয়ার উদ্দেশ্যে ৪ জন জাতীয় পরিষদ সদস্য পশ্চিম পাকিস্তানে যান। সদস্যরা হচ্ছে আওয়ামী লীগের হাবিবুর রহমান (গাবতলি-সারিয়াকান্দি, বগুড়া, ৭১ আগস্টে মুক্তিযোদ্ধাদের হামলায় গুরুতর আহত তার পিতা নিহত), উপনির্বাচনের এমএনএ পিডিপির মমতাজুদ্দিন আহমদ, কাইয়ুম মুসলিম লীগের জসিমউদ্দিন এবং জামাতের আফাজুদ্দিন। আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য জহিরুদ্দিন জানান, তিনি এবং দলের অন্যান্য দেশপ্রেমিক সদস্যরা অধিবেশনে যোগ দিতে যাওয়ার তারিখ এখনো ঠিক করেনি।