৩০ নভেম্বর ১৯৭১ঃ আইন শৃঙ্খলা পরিস্থিতি
সামরিক কর্তৃপক্ষ সারদা পুলিশ একাডেমীর অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ ২২ জন বাঙ্গালি পুলিশ অফিসারকে ঢাকার এমপি এ হোস্টেলে অবস্থিত ৬ নং সেক্টরের উপ সামরিক আইন প্রশাসকের দপ্তরে ৭ ডিসেম্বর সকাল ৮ টায় হাজির হওয়ার নির্দেশ দেন। নারায়ণগঞ্জের গোদনাইলে জুট মার্কেটিং কোম্পানি এবং নিকটস্থ ইউনাইটেড ব্যাঙ্কে ডাকাতি সংগঠিত হয়। ডাকাতির পরপর জেএমসির নয় নিরাপত্তা রক্ষী নিখোঁজ বা পলাতক রয়েছে। খুলনায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রচণ্ড সঙ্কট দেখা দিয়েছে। ঢাকার মতিঝিলের ইপিআরটিসি শাখা ইউনাইটেড ব্যাংকে ডাকাতির জন্য প্রবেশকালে ব্যাংকের দারোয়ান তাদের তল্লাসি করতে চাওয়া মাত্রই দুষ্কৃতিকারীদের গুলিতে ব্যাঙ্কের দারোয়ান নিহত হয়েছেন। দুষ্কৃতিকারীরা ডাকাতি না করেই সড়ে পড়ে। সেখানে একজন গ্রাহক আহত হন। অভয় দাস লেনের কামরুনননেসা স্কুলে বোমা হামলা হয়েছে। সন্ধায় শান্তিবাগে দুষ্কৃতিকারীদের স্টেনগানের গুলিতে দুজন বিডি মেম্বার নিহত হয়েছেন দুজন আহত হয়েছে। তারা সকলেই এক চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন।