You dont have javascript enabled! Please enable it!

৩০ নভেম্বর ১৯৭১ঃ কলকাতায় কংগ্রেসের জনসভা

আন্তজার্তিক গণমাধ্যম সমুহ ২৮ তারিখে কলকাতায় কংগ্রেসের জনসভার ভিডিও প্রচার করে। উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে কংগ্রেস আয়োজিত বিশাল সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বাবু জগ জীবন রাম, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ সঙ্কর রায়, প্রাদেশিক কংগ্রেস নেতা আব্দুস সাত্তার। জনাব রাম বলেন পাকিস্তান যদি ভারত আক্রমন করে তবে তার সমুচিত জবাব দেয়া হবে। তিনি বয়রায় সাফল্য লাভকারী দুই পাইলটের সংবর্ধনা দেয়ার জন্য কলকাতা এসেছেন। তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গোটা ভারতবাসীর সমর্থন আছে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সময় বেশী দূরে নয়। তিনি বলেন শরণার্থীগণ তাদের দেশে ফিরে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই তার দেস সীমান্ত হতে সেনা প্রত্যাহার করে নিতে পারে। তিনি বলেন তাদের আমরা ইয়াহিয়া খানের পাকিস্তানের কাছে ফিরে যেতে দিতে পারিনা। তারা যাতে মুজিবুর রহমানের বাংলাদেশে ফিরে যেতে পারেন সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এর আগে তিনি ফোর্ট উইলিয়ামে বয়রায় সাহসী দুই পাইলটের সংবর্ধনা সভায় যোগ দেন। এদিন রাম রাজ্যসভায় জানান কয়েকদিনের সংঘর্ষে ভারতের ২১০ জন আধাসামরিক ও সামরিক সেনা নিহত হয়েছে এবং ৭৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!