১৯৭৪ সালে লবন সঙ্কট বেশীদিন স্থায়ী ছিল না। ১৯৭৭ সালের লবন সঙ্কট ছিল দীর্ঘমেয়াদী। এ সময় পাকিস্তান থেকে আমদানি করা হয় রক সল্ট। সশস্র বাহিনীতে রেশনে দেয়া হত। পাকিস্তানে থাকার সময় এ লবন খাওয়ার অভিজ্ঞতা আমার আগে ছিল। অতিরিক্ত খনিজ থাকায় স্বাদ ছিল অন্য রকম।