You dont have javascript enabled! Please enable it!

২৯ নভেম্বর ১৯৭১ঃ রাওয়ালপিন্ডিতে গোলাম আজম এবং ঢাকায় জামাতে ইসলামীর সভা।

রাওয়ালপিন্ডিতে এক সাংবাদিক সম্মেলনে জামায়াতের আমীর গোলাম আজম বলেন, নুরুল আমিনের নেতৃত্বাধীন সংযুক্ত কোয়ালিশন পার্টি দেশের আদর্শ ও অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ় সঙ্কল্পবদ্ধ। পূর্ব পাকিস্তানের দেশপ্রেমিক জনগন দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামীর সদস্য এবং রাজাকাররা পাকিস্তানকে রক্ষার জন্য প্রাণ দিচ্ছে। আমরা এটা আমাদের কর্তব্য মনে করেই বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্রবিরোধী লোকদের বিরুদ্ধে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সহযোগিতা দান করছি।

ঢাকার কাওসার হাউজে ঢাকা জামাতে ইসলামীর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ব পাকিস্তানে ভারতীয় হামলার তীব্র নিন্দা করা হয়। সভাপতির ভাষণে গোলাম সারওয়ার বলেন মাতৃভূমির আজাদি রক্ষায় জামাত কর্মীদের শেষ রক্তবিন্দু দানের প্রস্তুতি নেয়ার আহবান জানান। ভারত পূর্ব পাকিস্তানের অংশ বিশেষ দখল করে সেখানে বাংলাদেশ সরকারকে বসাতে চায়। সভায় প্রস্তাবে দেশ প্রেমিক পাকিস্তান সেনাবাহিনীর প্রতি অভিনন্দন জানানো হয়। আরেক প্রস্তাবে দ্রব্য মূল্য বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। সভায় আরও বক্তব্য দেন নবনির্বাচিত এমএনএ মোহাম্মদ শফিকুল্লাহ, অধ্যাপক ইউনুছ আলী, এডভোকেট আফাজ আলী।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!