২৯ নভেম্বর ১৯৭১ঃ সরণ সিং
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরণ সিং পার্লামেন্টে বলেছেন পূর্ব পাকিস্তানে পাকিস্তানের কোন তাবেদার সরকার ভারত মেনে নিবে না। পাকিস্তানকে অবশ্যই ১৯৭০ এর ডিসেম্বরে নির্বাচিত গন প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পার্লামেন্টে বিরোধী দলিয় সদস্যদের পাকিস্তানে ভারতের হাই কমিশনার একে অটলের এক বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর উত্তর চাচ্ছিলেন। তার জবাবেই তিনি অটলের বিষয় এড়িয়ে এ জবাব দেন। বিবৃতিতে অটল বলেছিলেন পূর্ব পাকিস্তানে বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হলেই সামরিক হুমকি কমে আসবে।