You dont have javascript enabled! Please enable it!

পাক ভারত ও পূর্ব পাকিস্তান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এফেয়ারস এর সভা অনুষ্ঠিত হয়। সভায় যে তথ্য সম্বলিত সারাংশ উপস্থাপন করা হয় তা হল ভারত পাকিস্তানের মধ্যে প্রকৃত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ভারতীয় বাহিনী ইতিমধ্যে বেশ কয়েক স্থানে সীমান্ত অতিক্রম করে দখল বজায় রাখতে সক্ষম হয়েছে। ভারত যদি যুদ্ধে বিমান শক্তি ব্যাবহার না করে পাকিস্তান তার বর্তমান শক্তি দ্বারা সীমান্তের ১৫ মাইল ছাড়া সমগ্র প্রদেশ তারা এক মাস ধরে রাখতে সক্ষম হবে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ তার রাষ্ট্রদূতের মাধ্যমে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি পত্র মারফত জানিয়েছেন অবিলম্বে পূর্ব পাকিস্তান সীমান্তে জাতিসংঘ পর্যবেক্ষক নিয়োগ করা হোক। শনিবার ফারল্যান্ড ইয়াহিয়া বৈঠকে সিদ্ধান্ত হয় যে ফারল্যান্ড এর সাথে একে ব্রোহী একটি সভা আয়োজনের ব্যবস্থা করা যায়। ব্র্যাকেটে ব্রোহীর পরিচয় দেয়া হয়েছে শেখ মুজিবের আইনজীবী হিসেবে। ইয়াহিয়া বলেছেন শেখ মুজিবের বিচার শেষ এবং তা কয়েক সপ্তাহের জন্য মুলতবি আছে ব্রোহী সওয়াল জবাব তৈরিতে ব্যস্ত আছেন। কতক বিশ্বস্ত সাংবাদিক নিশ্চিত করেছেন ব্রোহী ইয়াহিয়া মুজিবের মধ্যে একটি দূতিয়ালি করতে পারেন। সংযুক্তি হিসেবে রাখা হয়েছে দিল্লীতে মার্কিন রাষ্ট্রদূত কিটিং ও ইন্দিরার মধ্যে ২৭ তারিখের আলোচনার ক্যাবল বার্তা।

একই দিন ওয়াশিংটন স্পেশাল একশন গ্রুপের সভা হয়। সভায় পাইপ লাইনে থাকা ভারতে মার্কিন সামরিক সাহায্য বন্ধ করার বিষয় আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয় যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানে আগ্রহী হবে না ভিন্ন দেশকে আগ্রহী করতে হবে। আমরা সম্ভাব্য খসরা প্রস্তাব স্টেট ডিপার্টমেন্ট এর মাধ্যমে প্রস্তুত রাখা হবে এবং যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি বুশের ভাষণ দেখে নিতে হবে। সভায় কিসিঞ্জার কুশম্যানকে তার মতামত জানাতে বললে তিনি বলেন ২৪ তারিখের বৈঠকের পর আর তেমন কোন উন্নতি হয়নি। ভারত তার সাত ডিভিশন সৈন্য পূর্ব পাকিস্তান আক্রমনে নিয়োজিত রেখেছে। তিনি বলেন এখন পর্যন্ত সেখানে যে যুদ্ধ হয়্যেছে তা হল ভারতীয় সাপোর্ট নিয়ে মুক্তিবাহিনী যুদ্ধ করছে। কিসিঞ্জার আবার তাকে বলেন আপনি কি মনে করেন ভারতের রাষ্ট্রদূত ইয়াহিয়ার সাথে বৈঠকে তার নিজস্ব ভুমিকা ব্যাবহার করতে পেড়েছেন। ফারলেন্ড এর কেবলে জানা জায় অটল ইয়াহিয়াকে বলেছেন শেখ মুজিবের মুক্তি ছাড়াই আওয়ামী লীগ নেতাদের সাথে তার একটি বৈঠক করা যেতে পারে। ইয়াহিয়া তার সরকারের সম্ভাব্য বিরোধিতার মুখে সেটি করতে পারছেন না বলে মনে হয়। এডমিরাল মুরার এর সাথে ইয়াহিয়ার কথা হয়েছিল তিনি তাকে নিশ্চিত করেছেন ভারতের সাথে যুদ্ধ করার জন্য সেখানে পর্যাপ্ত অস্র গোলাবারুদ নেই। এক প্রশ্নের জবাবে মুরার বলেন তা ৩০ দিনের কম সময়ের অস্র গোলাবারুদ। আজ আবার নিক্সনের পত্র নিয়ে কিটিং ইন্দিরার সাথে দেখা করবেন। কিসিঞ্জার সভায় প্রশ্ন করেন ইন্দিরা সফরের (পশ্চিমা দেশ সফর) আগেই কি ইন্দিরার এ পরিকল্পনা সাজান ছিল। সিসকো বলেন তারা সফরের আগেই সামরিক বাহিনী মোতায়েন শুরু করছিল ওয়াশিংটন সফরের পর মোতায়েন দ্রুততর হয়। কিসিঞ্জার বলেন আমি আমার শিক্ষার জন্য প্রশ্ন করছি তারা আক্রমণটা আগেও করতে পারত করেনি কেন। মুরার বলেন আবহাওয়া, মুক্তি বাহিনী প্রশিক্ষন। (অংশ বিশেষ )

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!