You dont have javascript enabled! Please enable it! 1971.09.06 | নরওয়ের ছাত্রদের ক্রোধ - সংগ্রামের নোটবুক

নরওয়ের ছাত্রদের ক্রোধ

নরওয়ে দেশটি যেমন শান্ত, মানুষজনও তেমনি। একটি অভিজ্ঞতার কথা বলি। একবার অসলো শহরের কেন্দ্রে বলা যেতে পারে বাজারে দাড়িয়ে আছি। চারদিকে মানুষজন কিন্তু কোনো শব্দ নেই। এই অভিজ্ঞতা আমাকে অভিভূত করছিল। ১৯৭১ সালে জনমত সংগঠনের জন্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী সেপ্টেম্বর নরওয়েতে যান। ৬ সেপ্টেম্বর অসলো বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিচারপতি চৌধুরীর বক্তৃতার আয়োজন করেছে ছাত্র ইউনিয়নের সভাপতি মি, বুল। তিনি বাঙালিদের সমর্থক। তবে, ছাত্রছাত্রী দর্শকের সংখ্যা বেশি হবে বলে কেউ আশা করছেন না। বিচারপতি চৌধুরী এসে পৌছলেন হলে। লক্ষ্য করলেন মিলনায়তনে যেসব ছাত্রছাত্রী এসেছেন তারা অস্থির। কারণ জিজ্ঞেস করলেন। জানলেন, নরওয়ের এক বিখ্যাত শিল্পীর আঁকা একটি কার্টুন দিয়ে ছাত্র ইউনিয়ন এই সভার পোস্টার করেছিল। পোস্টারে ইয়াহিয়াকে দেখান হয়েছিল দৈত্যরূপে। পাকিস্তানী কিছু ছাত্র এধরনের কিছু পোস্টার ছিড়ে ফেলে। এতে সাধারণ ছাত্ররা ক্রুদ্ধ হয়ে ওঠে। তারা দলে দলে হলে প্রবেশ করতে থাকে। বিচারপতি চৌধুরী বক্তৃতা দেওয়ার আগেই কয়েকজন ছাত্র মঞ্চে ওঠে বক্তৃতা দিয়ে ফেলে। তাদের মূল বক্তব্য ছিল নরওয়ে বাক স্বাধীনতার দেশ। সেই দেশে এসে পাকিস্তানীরা যদি নরওয়ের ছাত্রদের পোস্টার ছিড়ে ফেলে তাহলে ঐ দেশ ও তার শাসকরা কেমন তা বোঝা যাচ্ছে। কয়েকজন পাকিস্তানী সেনাদের ছাত্র হত্যার বিরোধিতা করেন। সভা চমৎকারভাবে সফল হয়। এই সামান্য ঘটনা। নরওয়ের জনগণকে যথেষ্ট প্রভাবিত করেছিল।

সূত্র: আবদুল মতিন, মুক্তিযুদ্ধে প্রবাসী।