You dont have javascript enabled! Please enable it! 1971.11.28 | করাচীতে নূরুল আমিন - সংগ্রামের নোটবুক

২৮ নভেম্বর ১৯৭১ঃ করাচীতে নূরুল আমিন

করাচীতে নিস্তার পার্কে ‘ইউনাইটেড ফ্রন্ট’ আয়োজিত এক জনসভায় নূরুল আমিন ভারতের প্রতি হুশিয়ারি উচ্চারন করে বলেন ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় তবে সে যুদ্ধ ভারতের মাটিতেই হবে। তিনি বলেন যদি পাল্টা পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে যুদ্ধ হবে ভারতের মাটিতে এবং সে যুদ্ধে আমরা কাশ্মীর, আসাম ও সিলেটর অবশিষ্টকে একীভূত করে পাকিস্তানের অসমাপ্ত মানচিত্র পূর্ণ করব। তিনি আর বলেন একটি সাধারন লক্ষ্য অর্জনের জন্য জনসাধারনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশেই পূর্ব পাকিস্তানী নেতৃবৃন্দ পশ্চিম পাকিস্তান সফর করছেন। তিনি বলেন আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করেছি আমরা মুসলমানদের জন্য পৃথক আবাস ভুমি প্রতিষ্ঠা করেছি। এখন যুব সমাজদের দায়িত্ব হল আমাদের প্রতিষ্ঠিত পাকিস্তান রক্ষা করা। তিনি বলেন পাকিস্তানীদের মধ্যে উপযুক্ত সময়ে ঐক্য না হলে তার চরম মূল্য দিতে হবে। পরে দলের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণার প্রস্তাব গৃহীত হয়। পরে ইয়াহিয়া খানের জরুরী তলবে তিনি রাওয়ালপিন্ডি রওয়ানা হন এবং প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

 

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!