সােভিয়েত রেডক্রসের দান
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৩০ সেপ্টেম্বর-কিংস জর্জেস ডকে সােভিয়েত জাহাজ বাবুসকান’ এর ডেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সােভিয়েত রেডক্রসের পক্ষে অধ্যাপক ইভান উসভ বিপুল ত্রাণ-সামগ্রী ভারতীয় রেডক্রসের পক্ষে শ্ৰীমতী ডায়াস এর হাতে দিয়েছেন।
শরণার্থীদের জন্য প্রদত্ত এই সামগ্রীর মধ্যে আছে—৪০ টন চাল ২৫ টন চিনি, ১৫ টন বিস্কুট, ৫০ হাজার মিটার সূতিবস্ত্র ও কম্বল, আর ২৪ হাজার পলিও ভ্যাকসিন। এর আনুমাণিক দাম আট লক্ষ টাকা।
এই দান গ্রহণ করে শ্রীমতী ডায়াস সােভিয়েত জনগণ ও রেডক্রসকে বিপুল দানের জন্য ধন্যবাদ জানান ও বলেন—এই দানের ফলে ভারত-সােভিয়েতের মধ্যে বন্ধুত্ব আরও প্রসারিত হবে। লীগ অব রেডক্রসের প্রতিনিধি মিঃ কালন ইভানসও ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানে কলকাতাস্থিত সােভিয়েত কন্সাল জেনারেল মিঃ এজভ রাজ্য রেডক্রসের চেয়ারম্যান শ্রীজে, সি, দে প্রমুখ উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে একটি বিশেষ সােভিয়েত বিমান সােভিয়েত রেডক্রসের পক্ষে ত্রাণ সামগ্রী দমদম বিমানবন্দরে ভারতীয় রেডক্রসের হাতে দিয়েছে।
সূত্র: কালান্তর, ১.১০.১৯৭১