You dont have javascript enabled! Please enable it! 1971.11.28 | বিদেশে ইয়াহিয়ার দূতদের তৎপরতা - সংগ্রামের নোটবুক

২৮ নভেম্বর ১৯৭১ঃ বিদেশে ইয়াহিয়ার দূতদের তৎপরতা

শ্রীলঙ্কায় ত্রিদিভ রায় জাতীয় পরিষদ সদস্য ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের এর বিশেষ দুত ত্রিদিভ রায় কলম্বোতে ২৪ জন শীর্ষ বৌদ্ধ নেতার সাথে সভা করেন। তিনি পূর্ব পাকিস্তানে বৌদ্ধ নির্যাতনের কথা তাদের কাছে তুলে ধরেন। সেখানে তাকে বৌদ্ধ নেতা ডিএফ বড়ুয়া হত্যায় তার সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে তা তিনি অস্বীকার করে বলেন বিচ্ছিন্নতাবাদীরাই তাকে হত্তা করেছে। তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকের কাছে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের পত্র পৌঁছে দেয়ার সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পূর্ব পাকিস্তান সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তার আগ্রহের প্রশংসা করেন। আলজেরিয়ায় মাহমুদ আলী প্রেসিডেন্ট ইয়াহিয়ার বিশেষ দুত মাহমুদ আলী আলজেরিয়ায় প্রেসিডেন্ট হুয়ারি বুমেদিন ও পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আজিজ বুতেফ্লিকার সাথে সাক্ষাত করে পূর্ব পাকিস্তান সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে আলজেরিয়া জানায় তার দেশ পাকিস্তান অখণ্ড রেখে পাক ভারতের একটি শান্তিপূর্ণ সমাধান চায়।

পাক ভারত দুই দেশই আলজেরিয়ার ঘনিষ্ঠ বন্ধু। তার দেশ পূর্ব পাকিস্তানী শরণার্থীদের দ্রুত স্বদেশ প্রত্যাবর্তনের ব্যাবস্থা করার আহবান জানান। জাতিসংঘ / আগা শাহী পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী নিরাপত্তা পরিষদের সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। এর মধ্যে কয়েকটি অস্থায়ী সদস্য রাষ্ট্র পাক ভারত ইস্যুতে নিরাপত্তা পরিসদের সভা ডাকার বিষয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। তিনি দুদিনে দুটি টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন সেখানে প্রশ্নোত্তরে তিনি বলেছেন সরকারের সংকেত পেলেই বিষয়টি পরিষদে উত্থাপনের কার্যক্রম নেয়া হবে। মিয়া জিয়াউদ্দিন ইয়াহিয়ার বিশেষ দুত হিসেবে সাবেক রাষ্ট্রদূত মিয়া জিয়াউদ্দিন পূর্ব ও দক্ষিন পূর্ব এশিয়ার দেশ গুলি সফর করছেন। প্রথমে তিনি টোকিও তারপর জাকার্তা তারপর সিঙ্গাপুর তারপর কুয়ালালামপুর যাবেন।