২৮ নভেম্বর, ১৯৭১ঃ রাজস্থানের জয়পুরে ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী রাজস্থানের জয়পুরে এক দলীয় জনসভায় বলেন, ভারত পূর্ববঙ্গের জনগণের মানবিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রশ্নে পাকিস্তানের সাথে বিরোধের ব্যাপারে জাতিসংঘ অথবা বৃহৎ শক্তিবর্গের চাপের মুখে নতি স্বীকার করবে না। পরে তিনি পাকিস্তান সীমান্তে জওয়ানদের এক সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন তিনি কোন সামরিক বিষয়ে কথা বলার জন্য এখানে আসেন নি তিনি এসেছেন স্বাভাবিক কর্মসূচীর অংশ হিসেবে। তিনি বলেন আমরা কোন রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি দেইনি। তবে আক্রান্ত হলে আমাদের জওয়ানরা পাল্টা জবাব দিতে প্রস্তুত আছে। তিনি জওয়ানদের বলেন তারা শুধু ভূখণ্ড রক্ষার জন্যই যুদ্ধ করে না তারা যুদ্ধ করে ভারতের স্বাধীনতার আদর্শ রক্ষার জন্য।