You dont have javascript enabled! Please enable it! 1971.11.28 | আন্তজার্তিক | যুক্তরাষ্ট্রঃ রিচার্ড নিক্সন | তুরস্ক | ইয়াহিয়ার কাছে পদগর্নির পত্রে - সংগ্রামের নোটবুক

২৮ নভেম্বর, ১৯৭১ঃ আন্তজার্তিক

যুক্তরাষ্ট্রঃ রিচার্ড নিক্সন

মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাক-ভারত পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানোর জন্য ক্ষমতা অনুযায়ী সবকিছু করার অনুরোধ জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ও সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিনের কাছে চিঠি পাঠাবেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন রোধ করতে তিনি সোভিয়েত রাষ্ট্রপ্রধানকে অনুরোধ জানবেন।
তুরস্ক
৪ দিনের সফরে করাচী পৌঁছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী অস্মান ওলকে অবিলম্বে পাক ভারত যুদ্ধ বিরতি পালন এবং উভয় দেশকে সীমান্ত হতে সৈন্য প্রত্যাহারের আহবান জানান। তিনি করাচী বিমান বন্দরে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে একথা বলেন। তিনি বলেন আমরা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে বাহিরের হস্তক্ষেপ চাহি না। পাকিস্তানের সাথে তার দেশের সত্যিকারের বন্ধুত্ত রয়েছে তাই তার দেশ অন্যান্য দেশের তুলনায় এই সমস্যায় বেশী উদ্বিগ্ন। এই সফরে তার দেশ ইয়াহিয়ার জন্য তার দেশের প্রেসিডেন্ট এর বার্তা বহন করে এনেছেন।
ইয়াহিয়ার কাছে পদগর্নির পত্রে

সোভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নি প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে পাঠানো এক পত্রে বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তিদানের পরামর্শ দেন। কয়েকদিন আগে পাকিস্তানে নিযুক্ত সোভিয়েত রাষ্ট্রদূত প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে দেখা করে পত্রটি হস্তান্তর করেন। পত্রের বিষয় বস্তু সম্পর্কে মিডিয়া পরে অবহিত হয়।