৩০ সেপ্টেম্বর ১৯৭০ঃ ভূট্টো ভাসানী বিচ্ছেদ
আইউবের সাথে ভাসানীর গোপন সম্পর্কের সব কিছুই জানতেন ভূট্টো। ভূট্টোর সাথেও ভাসানীর গভীর সম্পর্ক ছিল। ভূট্টো দল গঠনের সময় ঢাকা আসলে তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিল তার দল। ভূট্টো ভাসানীর সাথে দেখা করে দল গঠনের ইচ্ছা প্রকাশ করেন। পরে দুজনের একদল না হলেও ভূট্টো আলাদা দল করেছিলেন ঠিক ভাসানী ন্যাপের (তখন ন্যাপ বিভক্ত হয়নি) আদলে। নির্বাচনের ময়দানে কোন ভাবে ভূট্টোকে উত্তেজিত করেছিলেন ভাসানী। ফলেই ভূট্টো ঘোষণা করেন আইউবের সাথে ভাসানীর কাহিনী ফাস করে দিব।