You dont have javascript enabled! Please enable it! 1971.11.27 | নরসিংদীর পলাশে এবং গাজীপুরের পুবাইলে ইস্টার্ন মার্কেন্তাইল ব্যাঙ্ক লুট হয়েছে - সংগ্রামের নোটবুক

২৭ নভেম্বর ১৯৭১ঃ জীবনযাত্রা

নরসিংদীর পলাশে এবং গাজীপুরের পুবাইলে ইস্টার্ন মার্কেন্তাইল ব্যাঙ্ক লুট হয়েছে। এ ব্যাঙ্কের মালিক সবাই বাঙ্গালী। দুই ব্যাঙ্কে লুটের টাকার পরিমান ৭০০০০ টাকা। ঢাকার জেলা প্রশাসন অসাধু ব্যাবসায়ী, কালোবাজারি, মজুতদার, মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারন করেছেন। আজ থেকে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। অভিযানে নেতৃত্ব দিবেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঢাকায় মাছ মাংশের দাম বেড়েছে। ঢাকায় মাছের সরবরাহ নেই বললেই চলে। ঢাকা যশোর বাস সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের শুধু সিলেটে বাস সার্ভিস চালু আছে।
পাকিস্তান ন্যাশনাল অয়েল বর্তমানে (পেট্রোলিয়াম কর্পোরেশন) কেরোসিন সুলভ মূল্য এ বিক্রির জন্য ঢাকায় ১২টি নারায়নগঞ্জে ৩ টি ন্যায্যমূল্য এর দোকান খুলেছে।