You dont have javascript enabled! Please enable it! 1966.04.11 | আওয়ামী লীগের বাহিরে প্রথম সংগঠন হিসেবে মতিয়া - সংগ্রামের নোটবুক

১১ এপ্রিল ১৯৬৬ঃ আওয়ামী লীগের বাহিরে প্রথম সংগঠন হিসেবে মতিয়া গ্রুপ ছাত্র ইউনিয়ন আওয়ামী লীগের ৬ দফা সমর্থন করে। ছাত্র ইউনিয়ন বিভক্ত হলেও তারা অবিভক্ত ন্যাপ এর অঙ্গ সংগঠন ছিল। মুল দল ৬ দফার বিরোধিতা করে।
নোটঃ পত্রিকাটি সরকার ও কনভেনশন মুসলিম লীগ সমর্থিত পয়গাম এর। বিভিন্ন বিশেষজ্ঞ পর্যায়ের লেখকদের বইয়েও একই কথা বর্ণিত আছে। কিন্তু বোঝানো গেলনা এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে। আবুল কাশেম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই শিক্ষক আগের লেখায় এর প্রতিবাদ করেছিলেন।