২৬ নভেম্বর ১৯৭১ঃ আখাউরায় বিদেশী সাংবাদিকদের প্রতিবেদন ও নিয়াজির ঝিনাইদহ সফর
২২ তারিখে নিয়াজির হেলিকপ্টারে করে কতক বিদেশী সাংবাদিকদের আখাউরা নেয়া হয়েছিল। তারা ২৩ তারিখে আখাউরা গঙ্গাসাগর উজানিশার সফর করে তাদের প্রতিবেদন স্ব স্ব গণমাধ্যমে প্রেরন করার পর তাদের সচিত্র প্রতিবেদন আজ টেলিভিশনে প্রচার হয়। এ ভিডিওতে আছে কসবার চন্দ্রপুরে নিহত কয়েকজন ভারতীয় সৈন্য এর লাশ সাংবাদিকরা তাদের সিভিলিয়ান পোষাকে থাকায় কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন। তারপর তারা ট্রেন যোগে এপ্রিলে ধ্বংস প্রাপ্ত গংগাসাগর রেল ব্রিজ যান। ত্রেন থেকে তারা বিভিন্ন রাজাকার অবস্থান চিত্রায়ন করেন। পরে তারা স্পীড বোট যোগে উজানিশার যান এবং সেখানের ধ্বংসপ্রাপ্ত ব্রিজের চিত্রায়ন করেন। এর পর তারা সড়ক পথে আরেক টু দক্ষিনে অগ্রসর হয়ে পাকিস্তানী সৈন্যদের প্রতিরক্ষা অবস্থানের চিত্রায়ন করেন।