২৬ নভেম্বর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানের নির্বাচিত দুই এমএনএ
নূরুল আমিন
সম্মিলিত কোয়ালিশন দলের বৈঠক শেষে নূরুল আমিন সাংবাদিকদের জানান, তার দলের কেন্দ্রীয় প্রধান নবাবজাদা নসরুল্লাহ খানের জাতীয় সরকারের দাবী প্রত্যাখ্যান করে বলেন এ বিষয়ে তিনি এবং তার মধ্যে কোন আলোচনা হয়নি। এটা দলীয় মতামত নহে ইহা তার ব্যাক্তিগত মতামত। তিনি বলেন ক্ষমতা হস্তান্তরের পর জাতীয় সরকার গঠন করা উচিত। অধিক সংখ্যক দল মিলে সরকার গঠন করলে দেশের চলমান সঙ্কট উত্তরণ সম্ভব হবে।
ত্রিদিভ রায়
জাতীয় পরিষদ সদস্য ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের এর বিশেষ দুত ত্রিদিভ রায় কলম্বোতে বলেন ভারত পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে আধিপত্য বিস্তার করতে চায়। তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকের কাছে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের এক খানা পত্র পৌছাতে কলম্বো গিয়েছেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানকে কিছু স্বায়ত্তশাসন দেয়া উচিত এবং তাহা প্রেসিডেন্ট ডিসেম্বরে প্রস্তাবিত শাসনতন্ত্রে প্রকাশ করবেন।