দেশে ফিরে কাজে নেমে গেলেন বঙ্গবন্ধু। প্রথম ক্যাবিনেট মিটিং এ আলোচিত হল কেমন করে গড়বো স্বদেশ। এরপরেই বঙ্গবন্ধু ছুটে গেলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে। যার বজ্রকন্ঠের মুগ্ধতা মৃত্যুযন্ত্রণাকে হার মানায় সেই মুজিব ভাই জড়িয়ে ধরলেন কান্না জড়িত বাংলার বীর সেনাদের। এখনো বহু মুজিবপ্রেমী শুধু সেই মোহময় কণ্ঠের আবেশে কাটায় জীবনের প্রতিটি মুহুর্ত। বঙ্গবন্ধু ডাক দিলে এখনো দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত একাত্তরের সেইসব দামাল ছেলেরা। Just after his return from imprisonment, Bangabandhu took rapid and active steps from the very first cabinet meeting. And immediately went to visit the injured freedom fighters who risked their lives on the call of Sheikh Mujib. Time passes by. But still those brave hearts keep themselves ready and stand by for a second war, if their beloved ‘Bangabandhu’ calls for again. The video was released on 15th January, 1972.