২৫ নভেম্বর ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তানে গভর্নর মালিক
গভর্নর এ এম মালিক পশ্চিম পাকিস্তানের তক্ষশীলায় (TAXILA) সাংবাদিকদের জানান, পূর্ব পাকিস্তান নয় পাকিস্তান আক্রান্ত হয়েছে। তিনি সেখানে চীনের সহযোগিতায় বৃহৎ একটি শিল্প প্রতিষ্ঠান উদ্বোধনে ইয়াহিয়ার সফর সঙ্গী হিসেবে গিয়েছেন। তিনি বলেন আমাদের বাসস্থান প্রতিরক্ষায় প্রতিটি পাকিস্তানীর সংগ্রাম করা কর্তব্য। পাকিস্তান দুইটি ফ্রন্টে যুদ্ধ করছে একটি ভারতের সাথে আরেকটি দেশের ভিতরে তাদের চরদের সাথে। এ যুদ্ধ শুধু পূর্ব-পাকিস্তানে নয়, পশ্চিম-পাকিস্তানেও এর বিস্তার ঘটবে। তিনি পূর্ব-পাকিস্তানে দুষ্কৃতকারী দমনে শুদ্ধি অভিযান চালানোর সঙ্গে সঙ্গে পশ্চিম-পাকিস্তানেও শুদ্ধি অভিযান চালানোর পরামর্শ দেন।
তিনি বলেন ভারত আমাদের চেনা শত্রু। তারা সীমা লঙ্ঘন করেছে। পূর্ব পাকিস্তানের একদল লোক ভারতের সাথে যোগসাজশ করে স্বাধীন বাংলার নামে পাকিস্তানকে ধ্বংস করতে চাচ্ছে। আমাদের অভ্যন্তরীণ শত্রুরা আমাদের অর্থনীতি ধ্বংস করছে। তিনি বলেন ইসলাম সত্যিকার ভাবে বিপন্ন হচ্ছে। দুষ্কৃতিকারীরা তারাবীর নামাজে বোমা মেরেছে। ইমাম মুয়াজ্জিনকে ভয় ভীতি দেখাচ্ছে। এতা খুবই দুঃখজনক। তিনি বলেন সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে না লড়ছে সারা দেশ। তিনি বলেন আমরা সৎপথে আছি আমরা টিকে থাকবো তারা ধ্বংস হয়ে যাবে।