You dont have javascript enabled! Please enable it! 1971.11.25 | আন্তজার্তিক | চীন | যুক্তরাষ্ট্র | ব্রিটেন | জাপান | পশ্চিম জার্মানি - সংগ্রামের নোটবুক

২৫ নভেম্বর ১৯৭১ঃ আন্তজার্তিক

চীন

চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী হ্যান নিন লাং চীনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত কেএম কায়সারের কাছে ‘ভারতীয় হামলার’ কারণে তাদের উদ্বেগ প্রকাশ করে। পাকিস্তানি রাষ্ট্রদূত কেএম কায়সার প্রেসিডেন্ট ইয়াহিয়ার একটি পত্র নিয়ে চৌ এন লাই এর সাথে দেখা করতে গিয়েছিলেন। চৌ কায়সারকে গতমাসে পাকিস্তান প্রতিনিধিদল এর চীন সফরে দেয়া তার প্রতিশ্রুতির কথা পুনরুল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক টাইমসের ২৫ তারিখ সংখ্যায় প্রকাশিত নিবন্ধ থেকে জানা যায় প্রেসিডেন্ট নিক্সন অবিলম্বে শেখ মুজিবকে মুক্তি দিয়ে তার সাথে আলোচনা করে পূর্ব পাকিস্তান সমস্যার সমাধান করার জন্য ইয়াহিয়া খানের প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে তিনি নিরাপত্তা পরিষদে উক্ত বিষয়ে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজারস যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা এফেয়ারস মহারাজ কৃষ্ণা রাসগোত্র এবং পাকিস্তানী রাষ্ট্রদূত আগা মোহাম্মদ রাজাকে পর রাষ্ট্র দপ্তরে তলব করে উভয়ের সাথে পৃথক পৃথক এক বৈঠকে জানান পাক ভারত সমস্যা সমাধানে তার দেশের নতুন কোন প্রস্তাব নেই। যুক্তরাষ্ট্র সীমান্ত হতে উভয় দেশের সৈন্য প্রত্যাহার চায়।

ব্রিটেন
পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত হামফ্রে প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের একখানা পত্র নিয়ে ইয়াহিয়া খানের সাথে দেখা করেন। ইয়াহিয়া খান কয়েক দিন আগে ভারতীয় হামলার প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে একটি পত্র দিয়েছিলেন আলোচ্য পত্র খানা তার জবাব।
জাপান
জাপানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সুতোমো ওয়াদা ভারত ও পাকিস্তানের রাষ্ট্র প্রধানকে তাদের সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের আহবান জানিয়েছেন।
পশ্চিম জার্মানি
রাজধানী বন থেকে প্রাপ্ত সংবাদে বলা হয়েছে রাওয়ালপিন্ডিস্থ পশ্চিম জার্মান দুতাবাস পাকিস্তানের সীমান্ত এলাকা থেকে তার দেশের নাগরিকদের অপসারণের কাজ শুরু করেছে। এদের বেশীর ভাগ লাহোরে কর্মরত। এদের দেশে ফিরিয়ে নেয়ার আগে করাচীতে নেয়া হবে।