সব রাজাকারকে কেন দাঁড়িটুপি দিয়ে দেখানো হয়?
উত্তর – ১। রাজাকাররা ধর্মকে ব্যবহার করে মুসলমান হত্যা করেছে।
২। আলবদর, জামাত, ছাত্রসঙ্ঘ, শান্তি কমিটি সবগুলোর নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা ছিলো দাঁড়িটুপি আলা। কারণ ধর্ম ছিলো তাদের অস্ত্র। বেশভূষায় দাঁড়িটুপি রাখলেও তারা মানুষ হত্যা করেছে। লুট, ধর্ষন, সম্পত্তি দখল সহ মানুষকে ধর্মের নামে ধোঁকা দিয়েছে। এসকল কারণে তাদের প্রতিকৃতি হিসেবে দাঁড়ি-টুপি দেখানো হয়।
৩। প্রকৃত মুসলমান হলে যারা মানুষকে হত্যা করেছে তাদের ঘৃণা করার কথা। প্রকৃত মুসলমান হলে যারা ধর্মকে অপব্যবহার করেছে যাদের কারণে মুসলমান ধর্ম অপমানিত হয়েছে তাদের ঘৃণা করার কথা।
৪। দাঁড়ি টুপি থাকলেই সে মুসলমান নয়। ইয়াবা ব্যবসায়ী সুদখোর ঘুষখোর মিথ্যাবাদী অথচ দাঁড়ি টুপি আছে এমন লোকের অভাব নেই। যারা এইসব চোখে দেখেনা তারা ধর্মকে পুঁজি করে টিকে থাকা যুদ্ধাপরাধে জড়িত জামাতের লোক অথবা সামাজিক শিক্ষা থেকে বঞ্চিত।