২৪ নভেম্বর ১৯৭১ঃ হিলি যুদ্ধ
(বাংলাদেশ ভাষ্য) হিলিতে ভারতীয় বাহিনী ব্রিগেডিয়ার এফপি ভাটটি এর ২০২ ব্রিগেডের লেঃ কর্নেল শমশের সিং এর কম্যান্ডে ৮ গার্ড ব্যাটেলিয়ন, ২০ আরমার্ড রেজিমেন্ট এর এক স্কোয়াড্রন আজ ভোরে পাকিস্তানী বাহিনীর উপর আক্রমন শুরু করে। ভারতের ২ জন মেজর ২ জন লেফটেন্যান্ট ৫ জন জেসিও সহ অর্ধশতাধিক নিহত হয়। (পাকিস্তান ভাষ্য) ভারত আজ হিলিতে একটি নতুন ফ্রন্ট খুলেছে। হিলিতে ২০ ডিভিশনের ১৬৫ ব্রিগেড এবং ৬৯ আরমার্ড রেজিমেন্ত এই হামলায় অংশ নেয়। ৪ এফএফ এর মাত্র একটি ( সি) কোম্পানি মেজর আকরামের কম্যান্ডে হিলিতে তাদের শক্ত প্রতিরোধ গড়ে তুলে। সাত ঘণ্টা ভারতীয় বাহিনীর আর্টিলারি ফায়ার করে তাদের স্থানচ্যুত করতে পারেনি। দুপুরে ভারতীয় বাহিনীর সমর্থনে পাকিস্তানী অবস্থানে বিমান হামলা হয় তবে এ বিমান হামলা পাকিস্তানীদের পিছু হটাতে পারেনি। এ আক্রমনে ভারতীয়রা সামান্য কিছু এলাকা তাদের দখলে নিতে সক্ষম হয়েছে। এ যুদ্ধে পাকিস্তানের ৭ সৈন্য নিহত এবং ১১ জন আহত হয়েছে।