২৪ নভেম্বর ১৯৭১ঃ চৌগাছা যুদ্ধ
(বাংলাদেশ ভাষ্য)২৪ নভেম্বর চৌগাছার গরীবপুরে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সঙ্গে পাকবাহিনীর এক ট্যাঙ্ক যুদ্ধ হয়। এই ট্যাঙ্ক যুদ্ধে পাকিস্থানীদের ১৪টি ট্যাঙ্ক ছিল। যুদ্ধে পাক মিত্রবাহনীর ৫ টি ট্যাংক নষ্ট হলেও পাক বাহিনী তাদের সব কয়টি ট্যাঙ্ক হারায়। (পাকিস্তান ভাষ্য) চৌগাছায় ভারতীয় বাহিনী তাদের আগের দখল করা এলাকা থেকে আরও অগ্রসরের চেষ্টা করে তাদের অগ্রযাত্রা রুখে দেয়া হয়েছে। ভারতীয়রা এখানে ১৩০ মিমি কামান ব্যাবহার করছে যার রেঞ্জ ৩০০০ গজ। তিনি বলেন এ কামান সম্ভবত একেবারে সীমান্তে স্থাপন করেছে। তিনি বলেন এখানে দুটি ভারতীয় ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। বেনাপোল এলাকাতেও যুদ্ধ ছড়িয়ে পড়েছে। তাদের সেখানেই এখনও আটকে রেখেছে পাকিস্তান বাহিনী। মুখপাত্র বলেন ভারতের ট্যাঙ্ক গুলো সোভিয়েত নির্মিত উভচর ট্যাঙ্ক। আমাদের উভচর ট্যাঙ্ক নেই। মুখপাত্র তিনটি পাকিস্তানী সেবর জেট ধ্বংসের খবর অস্বীকার করেছেন। তিনি বলেন আন্তঃআঞ্চলিক বিমান পরিসেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তিনি বলেন তারা আগে থেকেই স্থান বেছে রেখেছে যে স্থান তারা দখল করে বাংলাদেশ সরকারকে সেখানে বসাবে।