২৪ নভেম্বর, ১৯৭১ঃ ভারত
ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সংসদে বলেন, ভারত সরকার জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করবে না। তিনি পাকিস্তানের সাথে ভারতের অঘোষিত যুদ্ধ সম্পর্কিত পাকিস্তানের অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট বলে অভিহিত করেন। তবে তার দেশ আক্রান্ত হওয়া মাত্রই যুদ্ধ শুরু হবে। ইন্দিরা গান্ধী আজ সংসদে জানান তার সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের ৮ কিমি ভিতরে গরিবপুরে পাকিস্তানের ১৩টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। তিনি বলেন বিশ্ব সম্প্রদায় পাকিস্তানকে একটি রাজনৈতিক সমাধানের জন্য চাপ দিয়ে যাচ্ছেন ইয়াহিয়া বোধ হয় বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছেন। তবে তাদের হাবভাব দেখে মনে হয় বিষয়টি প্রহসনে পরিনত হতে যাচ্ছে। শরণার্থী নিয়ে তিনি বলেন তার দেশ শরণার্থীদের নিরাপদ এবং সন্মান জনক প্রত্যাবর্তন চায়। পাকিস্তানের পক্ষ থেকে হামলা না আসলে তার সৈন্য বাহিনীকে সীমান্ত অতিক্রম না করার নির্দেশ দেয়া হয়েছে।
জগজীবন রাম
লন্ডনের ফাইনান্সিয়াল টাইমস এর সাথে এক সাক্ষাতকারে জগজীবন রাম বলেছেন তার দেশ বাংলাদেশের মুক্তিবাহিনীকে সাহায্য করে যাচ্ছে। এই সাহায্য প্রশিক্ষন, সরবরাহ এবং কোন কোন ক্ষেত্রে কতক সৈন্য তাদের পক্ষে যুদ্ধ করে থাকতেও পারে তবে তাদের সীমান্ত অতিক্রম করতে বলা হয়নি।