১৯৭২ – প্রথম বই মেলা, আন্তর্জাতিক গ্রন্থবর্ষ ১৯৭২ উপলক্ষে ন্যাশনাল বুক সেন্টার বাংলা একাডেমী প্রাঙ্গণে এই মেলার আয়োজন করে। তখন এর নাম ছিল ঢাকা আন্তর্জাতিক গ্রন্থমেলা। 1972- The first Book Fair of Bangladesh. এই মেলাটি মূলত জাতীয় গ্রন্তকেন্দ্রে ত্তকালীন মহাপপরিচালক সরদার জয়েনউদ্দিন সাহেব এর উদ্দেয়গে এবং খুব সম্ভব মূলধারা, পররাস্ট্র মন্ত্রানয় ও সংস্কৃতি মন্ত্রানয় সরাসরি জড়িত ছিল। তখনকার বিদেশি দূতাবাস (যারা আমাদের স্ক্বতি দিয়েছিল) সবাই স্তুসুভাবে এই মেলায় অংশগ্রহণ করেছিল। প্রতিটা স্টলে দুজন স্বেচ্ছা সেবক (একজন মেয়ে, একজন ছেলে)।বিদেশি দূতাবাস এ রাষ্ট্র দূতগন প্রতিদিন আনন্দ সহকারে আসতেন। তবে পূব ইউরোপীয় রাষ্ট্র গুলির অংশগ্রহণ ছিল দেখার মত।