You dont have javascript enabled! Please enable it! 1971.11.23 | রাওয়ালপিন্ডিতে নুরুল আমিন - সংগ্রামের নোটবুক

২৩ নভেম্বর ১৯৭১ঃ রাওয়ালপিন্ডিতে নুরুল আমিন

পিডিপি পূর্ব পাকিস্তান প্রধান নুরুল আমিন রাওয়ালপিন্ডিতে স্থানীয় বার সমিতির এক সভায় বলেন দেশের কোন অংশ আক্রান্ত হলে তা মোকাবেলায় সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন ইয়াহিয়া খান ঈদবানীতে ভারতের সাথে বন্ধুত্তের যে প্রস্তাব দিয়েছিলেন তাতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জবাব এবং গতদিনের ভারতীয় আক্রমন পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লীর বিদ্বেষপূর্ণ অভিসন্ধি প্রকাশ হয়ে পড়েছে। এটা স্পষ্ট ভারতের সম্প্রসারনবাদী অভিসন্ধি রয়েছে এবং তারা পাকিস্তানকে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ। আদালতে যেমন নাবালকের জন্য অভিভাবক নিযুক্ত হয় ইন্দিরা বাংলাদেশের সেই রকম অভিভাবক নিযুক্ত হয়েছেন। ইন্দিরা সমস্যা সমাধানের জন্য মুজিবের মুক্তি, গেরিলাদের সাথে সমাধান এবং উপনির্বাচন বাতিলের যে কথা বলেছেন তা এক ধরনের নির্দেশ এবং আত্মমর্যাদা পূর্ণ জাতি বা ব্যাক্তি তা মেনে নিতে পারে না।