২৩ নভেম্বর, ১৯৭১ঃ পাক সহযোগীদের উদ্দেশ্যে তাজ উদ্দিন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ আড়াই মাস পর জাতির উদ্দেশে এক বেতার ভাষণে বলেন বাংলাদেশে অবস্থানরত পাকিস্তান সেনাবাহিনীর তাবেদারদের শেষ বারের মত মার্জনার সুযোগ দিচ্ছি, যে সকল সৈন্য, পুলিশ ও সরকারী কর্মচারী বাধ্য হয়ে এখনো পাক বাহিনীর নির্দেশ পালন করে যাচ্ছেন তারা এই মুহূর্তে বিদ্রোহ করে যদি মুক্তিযুদ্ধে যোগদান না করেন তবে তাদের পরিনতি হবে ভয়াবহ। তিনি বলেন মুক্তিবাহিনী সুনিশ্চিত বিজয়ের পথে ধাবিত হচ্ছে। পাক বাহিনী ক্রমেই এক ঘাটি এক ঘাটি করে পিছনে সরে আসছে। ইয়াহিয়া জরুরী অবস্থা জারি করেও পার পাবে না। জনগনের উদ্দেশে তিনি বলেন তাদের হারাবার কিছু নেই দেশ স্বাধীন হলে তারা তাদের সম্পত্তি ফিরে পাবে।