২৩ নভেম্বর ১৯৭১ঃ বয়রা যুদ্ধে সাফল্য লাভে দুই মন্ত্রীর অভিনন্দন
যশোরের চৌগাছা বয়রায় ভারতীয় বিমান বাহিনীর ৪টি নাট বিমান এর আক্রমনে ৩টি (দুইটি) পাকিস্তানী সেবর জেট ধ্বংস করায় প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম এবং প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী শ্রী বিদ্যাচরন শুক্লা অভিনন্দন জানান। শুক্লা এই তথ্য লোকসভায় প্রকাশ করেন। জগজীবন রাম অবশ্য সরাসরি বৈমানিকদের দেখতে কলকাতার পশ্চিমে অবস্থিত কালাইকুন্দা/ খড়গপুর বিমানঘাঁটিতে এসে তাদের সামনেই এই বিবৃতি দেন।