You dont have javascript enabled! Please enable it! 1971.11.23 | পাক পররাষ্ট্র সচিবের জার্মান চ্যান্সেলরের সাথে সাক্ষাৎ - সংগ্রামের নোটবুক

২৩ নভেম্বর ১৯৭১ঃ পাক পররাষ্ট্র সচিবের জার্মান চ্যান্সেলরের সাথে সাক্ষাৎ

পাকিস্তানের পররাষ্ট্র সচিব মোহাম্মদ সুলতান রাজধানী বন এ পশ্চিম জার্মান চ্যান্সেলর উইলি ব্রান্ডট সাথে সাক্ষাৎ করেছেন।
পশ্চিম জার্মান চ্যান্সেলর উইলি ব্রান্ডট পাকিস্তানের পররাষ্ট্র সচিব মোহাম্মদ সুলতান এর সাথে সাক্ষাতের সময় পাক ভারত সংঘর্ষে তার গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সফরেও তিনি আসন্ন যুদ্ধাশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
পরে সুলতান সাংবাদিকদের বলেন পূর্ব পাকিস্তানের সীমান্ত পরিস্থিতির দারুন অবনতি ঘটিয়াছে। তিনি বলেন যুদ্ধের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয় বরং তাহা শরণার্থী সংখ্যা বৃদ্ধি করবে এবং উভয় দেশের অর্থনীতির উপর ধ্বংসকারী প্রতিক্রিয়া সৃষ্টি করবে। ভারতের আক্রমনের প্রেক্ষিতে পাকিস্তান ভারত আক্রমন করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সকল দেশের প্রতিরক্ষার অধিকার রহিয়াছে। দুই দেশের সীমান্তে জাতিসংঘ পর্যবেক্ষক নিয়োগের জাতিসংঘ প্রস্তাব পাকিস্তান এখনও মানে।