You dont have javascript enabled! Please enable it! 1971.11.23 | পশ্চিম পাকিস্তানী নেতৃবৃন্দ | জুলফিকার আলী ভূট্টো - সংগ্রামের নোটবুক

২৩ নভেম্বর ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তানী নেতৃবৃন্দ

জুলফিকার আলী ভূট্টো
করাচীতে জুলফিকার আলী ভূট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে সাক্ষাতের উদ্দেশে রাওয়ালপিন্ডির পথে লাহোর যাত্রা কালে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে পূর্ব পাকিস্তানে ভারতীয় হামলার নিন্দা করেছেন। তিনি বলেন পাকিস্তানের ভূখণ্ডেই তিনি আক্রমণকারীর ধ্বংস দেখবেন। তিনি বলেন ভারত যুদ্ধ চাইলে তার জন্য পাকিস্তান বাহিনীও প্রস্তুত আছে।
লাহোর বিমানবন্দরে পৌঁছে তিনি অনুরূপ বক্তব্য দেন।
কাইউম মুসলিম লীগ নেতা খান আব্দুল কাইউম দেশে জরুরী অবস্থা জারীকে সমর্থন জানিয়েছেন। তিনি সকল রাজনৈতিক দল্কে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে এবার তিনি শতভাগ আশাবাদী।
পাকিস্তানের বিশিষ্ট আইনজীবী একে ব্রোহী ভারতের গণমাধ্যমে প্রকাশিত শেখ মুজিব জীবিত নেই এমন সংবাদের প্রতিবাদ করে বলেন তিনি মৃত বেক্তির আইনজীবী নহেন। তিনি বলেন আমি ভারতে পাকিস্তানের হাই কমিশনার ছিলাম আমি ইন্দিরাকে ভাল করেই চিনি (একে ব্রোহী যখন হাই কমিশনার ছিলেন ইন্দিরা তখন শুধু গৃহবধূ )।